Rahman, Atiur,

আগামী দিনের বাংলাদেশঃ একুশ শতকের উন্নয়ন ভাবনা / Transliterated title: Agami diner Bangladesh : ekush shotoker unnoyon bhabna / আতিউর রহমান । - Dhaka : Pathak Shamabesh, c2001. - 229 p. ; 22 cm.

নয়া শতাব্দী। নয়া সহত্রাব্দ। নয়া অঙ্গীকার। নয়া মানুষ। বিশ্বায়নের প্রশস্ত আঙিনায় তথ্যপ্রযুক্তির বিশাল অবদানের ফলে সম্ভাবনাময় যে নয়া অর্থনীতির আদল উঠছে তাতে বাংলাদেশের অবস্থান কোথায়? আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কতটা প্রস্তুত? চ্যালেঞ্জগুলোই বা কি?উন্নয়ন ভাবনার নয়া ধারণা নিয়ে সেই চ্যালেঞ্জগুলোকে ভেঙে ভেঙে খুব কাছ থেকে দেখারই এক সাহসী প্রচেষ্টা করা হয়েছে বইতে।
উন শিক্ষা প্রযুক্তি, পরিবেশ র জন অংশগ্রহণের মতো বিষয়গুলোর আলোকিত বিশ্লেষণ করার মধ্য দিয়ে বইটির মূল লক্ষ্য আশাবাদী এক ভরসার অর্থনীতি খুঁজে পাওয়া।
মানুষে মানুষে সহমর্মিতা, সহযোগিতা এবং সহ্বিশ্বাস মিলে যে সামাজিক পুঁজি তাই এ বইয়ের মূল কথা। আগামী দিনের বাংলাদেশের শক্ত পাটাতন নির্মাণের অঙ্গীকারের সন্ধান মেলে এই বইয়ের প্রতিটি শব্দে। আশাবাদী প্রত্যয়ী মানুষ আতিউর রহমান স্বপ্ন দেখতে ভালবাসেন। ভালবাসেন সুস্থ সুন্দর মাথা উঁচু এক বাংলাদেশের ছবি আঁকতে। সমৃদ্ধ সাবলম্বী এক বাংলাদেশ সমুজ্জ্বল হয়ে ফুটে উঠেছে “আগামী দিনের বাংলাদেশ” এর নীল ক্যানভাসে।

9848120394


Economic conditions--Bangladesh
Economic policy--Bangladesh
Social policy--Bangladesh

HC440.8 / .A537 2001

338.95492 / R147a