TY - BOOK AU - Mahmud, Appel TI - বঙ্গবন্ধুর ঢাকাইয়া সমাজের বন্ধুবান্ধব SN - 9789847391403 AV - DS395.7 .M9M34 2022 PY - 2022/// CY - Dhaka PB - Magnum Opus KW - Mujibur Rahman, KW - Politicians KW - Bangladesh KW - Biography KW - Ex-presidents N1 - Includes bibliographical references; History & Philosophy N2 - দেশভাগের পর শেখ মুজিব ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ গঠনে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। মূলত তখন থেকেই তাঁর ঢাকার রাজনৈতিক জীবন শুরু হয়। বিশেষ করে ১৯৪৯ সালের ২৩ জুন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ সোহরাওয়ার্দী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা শামসুল হককে নিয়ে আওয়ামী মুসলিম লীগ নামে নতুন দল গঠন করেন। তখন রাজনৈতিক কারণে শেখ মুজিব জেলে। জেলে থাকা অবস্থাতেই এই তরুণ নেতা যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। জেল থেকে বেরিয়ে এসে তিনি সার্বক্ষণিক রাজনৈতিক জীবনে জড়িয়ে পড়েন। একই সঙ্গে নিজেদের দলটিকে সুসংহত করার কাজে আত্মনিয়োজিত হন। এর পরের ইতিহাস তো সবার জানা ER -